নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬

কারাবন্দি ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুনের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৮, ১৩ জানুয়ারি ২০২৬

কারাবন্দি ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুনের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান।

কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কারাগারে থাকা অবস্থায় হুমায়ন কবিরের বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মৃত হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও মৃত চান শরীফ সরদারের ছেলে। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে জেল সুপার ফোরকান বলেন, “সোমবার রাতে বন্দি হুমায়ন কবিরের বুকে ব্যথা উঠলে তাৎক্ষণিকভাবে তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।”
 

সম্পর্কিত বিষয়: