নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৫ মে ২০২৫

বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৪, ২৪ মে ২০২৫

বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মর্জিনা আক্তার (৩০) নামে টাঙ্গাইলের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বন্দর বাসষ্ট্যান্ডের উত্তর পার্শ্বে  নিউ বিসমিল্লাহ আয়রন স্টোরের সামনে পাকা রাস্তার উপরে অভিযান ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী মর্জিনা আক্তার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শুভপুর এলাকার আক্তার মিয়ার মেয়ে ও সুমন মিয়ার স্ত্রী। বর্তমানে সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীর সিংহ এলাকায় বসবাস করে আসছে। 

ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার নারী মাদক ব্যবসায়ী মর্জিনা দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ব্যাগে রক্ষিত পলিথিনে মোড়ানো মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০০ পিস ইয়াবাসহ তাকে  গ্রেপ্তার করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী থানা হাজতে আটক আছে।