নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৫ মে ২০২৫

সোনারগাঁয়ে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০২, ২৪ মে ২০২৫

সোনারগাঁয়ে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সোনারগাঁয়ের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ পরিক্রমার উদ্যোগে শনিবার সন্ধ্যায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি শাহেদ কায়েস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু সাহিত্যিক মোহাম্মদ শাহ আলম, কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,  সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, সংস্কৃতি কর্মী রিপন ভূঁইয়া, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলে রাব্বী সোহেল, অর্থ সম্পাদক মিজানুর রহমান, লিটল ম্যাগাজিন কিনতু’র সম্পাদক হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, সাহিত্যকর্মী গাজী মোবারক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক,উদিচী শিল্পগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, সদস্য ও সাংস্কৃতিকর্মী  দেওয়ান শামসুর রহমান, রোকেয়া আক্তার, সালেহ জুম্মান, মো. ওয়াসকুরুনী ভূঁইয়া, খাদিজা আক্তার মৌসুমী, শামীমা নাসরিন ও লতা মাহমুদ প্রমূখ।

সেমিনারে সোনারগাঁয়ের শিল্প-সংস্কৃতির বর্তমান ও ভবিষ্যত নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা বলেন, সোনারগাঁও এক সময় শিল্প-সংস্কৃতিতে বেশ সমৃদ্ধ ছিল। সেই পুরাতন ঐহিত্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে সোনারগাঁয়ের সকল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এক যোগে কাজ করতে হবে।
 

সম্পর্কিত বিষয়: