নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৩ আগস্ট ২০২৫

সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৫, ১১ আগস্ট ২০২৫

সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব। সোমবার বিকেলে জেলা পরিষদ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক  জিহাদ হোসেন, মোঃ- ইব্রাহিম, সাথী আক্তার, রুহুল আমিন মন্ডল, তন্ময় শিকদার, মো. ফারুক দেওয়ান , মো. রাকিবুল হাসান, মেহেদী হাসান অপূর্ব, হাসান আহমেদ প্রান্ত, মো. সানি হোসেন, মো. শেখ কাউসার, মোঃ ইব্রাহিম, মো. শামীম হোসেন, দোলা দেওয়ান, আসমা খাতুন শিরিন, মো. সিদ্দিকুর রহমান, সুমন সামিউল, বৃষ্টি , ফাহমিদা ও জুয়েল মেহেদীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আর কোনো সংবাদিকের উপর নির্যাতন সহ্য করা হবে না। আমরা আর তুহিনের মতো কাউকে দেখতে চাই না। 

তুহিনের পরিবারের সদস্যদের প্রতি দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, তুহিনের পরিবারের দায়িত্ব এ সরকারকেই নিতে হবে। আইনের শাসন সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।