সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ও নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি তিতাস ঠিকাদারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) দুপুরে নগরীর বালুরমাঠ এলাকার তিতাসগ্যাস কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি তিতাস ঠিকাদারের সভাপতি মোঃ কামাল উদ্দিন মল্লিকের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ দুলাল হোসেনের সঞ্চালনায় এসময় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জুলফিকার মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, মহানগর শ্রমিক দলের সভাপতি এসএম আসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি তিতাস ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফারুক আহমেদ, মিঠু হাওলাদার, মোঃ মাজেদুর রহমান, নন্দন চন্দ্র দেবনাথ, মোঃ সোহেল, আব্দুর রশিদ, মোঃ শহীদ, মোঃ রাকিব ও মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


































