
আড়াইহাজার উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীকে খুঁজে বের করে তুলে আনতে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। এমপি বাবুর এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
জানাগেছে, গত শুক্রবার (১৯ আগষ্ট) রাতে আড়াইহাজার উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করে একথা বলেন তিনি।
এমপি বাবু বলেন, আড়াইহাজারের সারা উপজেলা খুইজা দুইয়েকটা চিটার বাটপার পাই। মাহমুদপুর ইউনিয়নের একটা বাটপার, নাম হইল মাসুম শিকারি। ওকে যেখানে পাবেন খুঁজে বের করে আনবেন। ওর জবাব দিতে হবে। বঙ্গবন্ধুর খুনীদের সমর্থনকারী এই মাসুম শিকারিকে খুঁজে বের করতে হবে।
এমপি বাবু আরও বলেন, প্রতি ইউনিয়নে ঘাপটি মেরে থাকা এরকম দুয়েকজন কুলাঙ্গারকে খুঁজে বের করতে হবে।
এমপি নজরুল ইসলাম বাবু'র এমন হুমকির জবাবে মাসুম শিকারী বলেন, এমপি বাবুর হুমকি ধামকিকে আমি ভয় পাই না। যদি ভয় পেতাম তাহলে কি আর বিএনপির রাজনীতি করতাম। এমপি বাবুর এমন বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।