নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:১১, ৮ নভেম্বর ২০২৩

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) দুপুর ১টার উপজেলার মারিখালি নদী থেকে দু’পা প্যান্ট দিয়ে বাধাঁ অবস্থায়  যুবকের লাশ উদ্ধার করেন নৌ-পুলিশ। পরে ময়না  তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন মারিখালি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও বৈদ্যেরবাজার নৌ-পুলিশ যৌথ ভাবে মারিখালি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন। লাশের দুই পা প্যান্ট দিয়ে বাধাঁ ছিলো।

 

লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছেন বলে জানান, সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার।

সম্পর্কিত বিষয়: