
দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস,নৈরাজ্য,হত্যা,অগ্নিসংযোগের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ড বৃহত্তর সানারপাড় এলাকায় শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় সানারপাড় বাস স্ট্যান্ড থেকে শান্তি র্যালি বের হয়ে ঢাকা-চিটাগাংরোড হাইওয়ে সড়কসহ প্রধান-প্রধান সড়কগুলি পদক্ষিণ শেষে এলাকার রওশন আরা স্কুল ও কলেজ পর্যন্ত গিয়ে র্যালি শেষ হয়।
শ্রমিক নেতা আলহাজ্ব মহিউদ্দিন মোল্লার সভাপতিতে শান্তির সমাবেশ ও র্যালিতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরকার, মো. শাহা আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. শহীদুল্লাহ, হাজী মোহাম্মাদ আলাউদ্দিন, নিজাম উদ্দিন মোল্লা, সুমন মোল্লা, হেজবুল প্রদান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তি র্যালি শেষে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পোড়ায়, পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের উপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মী সহ এদেশের নিরীহ সাধারণ মানুষের উপর ওপর হামলা করছে বিনা উস্কানিতে।
জামাত বিএনপির কাজই হলো কিভাবে এদেশকে ধ্বংস করা যায় তাই তারা নির্বাচনে অংশগ্রহণ না করে এই ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা একেএম শামীম ওসমান সাহেব যতদিন জীবিত আছেন এদেশের মানুষের জানমাল রক্ষা এবং মানুষের হেফাজত করে যাবেন।
আমরা কর্মী হিসেবে পাশে আছি এবং থাকবো জনগণের জানমাল রক্ষার্থে। আমরা চাই শান্তি। এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে তাদের নিজ এলাকা থেকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করার আশা ব্যক্ত করে দেশের উন্নয়নে আওয়ামী লীগের সরকারের পাশে থাকার আহ্বান জানান বক্তারা।