
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের মায়ের নামাজে জানাযা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ নামাজে জানাযা সম্পূর্ণ হয়। এসময় বিএনপির সকল স্তরের নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবসী অংশগ্রহন করেন।
বুধবার রাতে বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদের মাতা আলীমুন নেছা ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যু কালে ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন তিনি।