নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

ঢাকার শ্রমিক সমাবেশে জেলা শ্রমিকদলকে নিয়ে বিএনপির বিশাল শোডাউন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৭, ১ মে ২০২৫

ঢাকার শ্রমিক সমাবেশে জেলা শ্রমিকদলকে নিয়ে বিএনপির বিশাল শোডাউন 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ শ্রমিকদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। 

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে দুপুর থেকেই জেলা বিএনপির আওতাধীন সকল থানা, উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে নটরডেম কলেজের সামনে জড়ো হয়।

পরে দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ শ্রমিকদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে শ্লোগানে শ্লোগানে সমাবেশে অংশগ্রহণ করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, সদস্য সচিব আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জুয়েল আহমেদ, শহীদুল ইসলাম টিটু, মোশারফ হোসেন, এড. মাহফুজুর রহমান হুমায়ূন, রহিমা শরীফ মায়া, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: