নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া গরু সোনারগাঁও থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৩, ৩ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া গরু সোনারগাঁও থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া একটি গরু সোনারগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ।  এ সময় চুরির ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলো- মো. সোহান (২০), মো. শুভ (২০) ও সৈকত (২৪)। 

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম। এরআগে গত ১ জুলাই রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জপুল মুজিব মার্কেটের নিচতলায় মনু গোস্ত বিতান নামের দোকানের সামনে থেকে গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক মো. আল আমীন (৩৫) ২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এস.আই) মো. জাকিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্য পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জপুল এলাকা অভিযান পরিচালনা করে  তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সোনারগাঁ থানার গাংগুল কান্দি এলাকার মোহাম্মদ আলীর বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, চুরির সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও গরুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আসামিদেরকে আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।