নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১০ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:০৫, ৯ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করেছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

শনিবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মাববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের সাংবাদিক আল-আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, মানবজমিনের আবুবকর সিদ্দিক, দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন, দৈনিক খবরপত্রের মাসুম মাহামুদ, দেশ রূপান্তরের রবিউল হুসাইন, দৈনিক ইনকিলাবের মোক্তার হোসেন মোল্লা, আমাদের সময় পত্রিকার মিজানুর রহমান মামুন, সোনারগাঁ দর্শনের মোকাররম মামুন, কালের কন্ঠের গাজী মোবারক, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান হোসেন, দৈনিক জনকন্ঠের ফারুক হোসাইন, আলোকিত বাংলাদেশের হাজী শফিকুল ইসলাম, এনটিভি অনলাইনের কামরুল ইসলাম, এশিয়ান টিভির পনির ভূঁইয়া, দৈনিক ভোরের পাতার মশিউর রহমান, কামরুজ্জামান রানা, এস এম মনির হোসেন, কামরুল ইসলাম, শাহিন সাকি, তৌরব হোসেন, আরাফাত হোসেন সিফাত, শাহজালাল মিয়া, নজরুল ইসলাম শুভ, এরশাদ হোসেন অন্য, ভিপি পারভেজ, মাসুদ, খাইরুল ইসলাম, ময়নাল হোসাইন, মিমরাজ, ফয়সাল, কে এম রাজু, আকতার হোসেন, ফাহাদুল, ডালিম, মোকতার, সামির সরকারসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের  জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। 

ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।

সভায় বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করছি।