নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৯ আগস্ট ২০২৫

ভ্যালেন্টিনা গোমেজ কর্তৃক পবিত্র কুরআনে আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৬, ২৯ আগস্ট ২০২৫

ভ্যালেন্টিনা গোমেজ কর্তৃক পবিত্র কুরআনে আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন

রিপাবলিকান কংগ্রেশনাল প্রার্থী ‘ভ্যালেন্টিনা গোমেজ’ কর্তৃক  পবিত্র কুরআনে আগুন দেয়ার প্রতিবাদে ও দৃষ্টান্ত শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তাহরিকে খাতমে নুবুওয়্যাতে বাংলাদেশ। 
শুক্রবার (২৯ আস্ট) বাদজুম্মা আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তাহরীকে খতমে নুবুওয়াত বাংলাদেশ যুগ্ম মহাসচিব মুফতি সাওবান সাকিবের সঞ্চালনায় আল্লামা মুফতি ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি হাফেজ আ. রহিম, মুফতি আব্দুল্লাহ আল মামুন।

সভাপতি বক্ত্যবে ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসারী ভ্যালেন্টিনা গোমেজ নামে এক কুলাঙ্গার কোরআনুল কারীমের মধ্যে অগ্নিসংযোগ করেছে অত্যন্ত দুঃখজনক মেনে নেবার মত নয় ।

তিনি আরো বলেন,আমরাও মুসলমান পারি হাজার হাজার বাইবেল এক জাগায় স্তুপ করে আগুনে জ্বালিয়ে দিতে। আমাদের সুমহান ইসলাম এ আদর্শ আমাদের শিখায়নি নতুবা এটা তো ওয়ান টুর ব্যাপার আমাদের কাছে কয়েক হাজার বাইবেল এক জায়গায় এনে আগুনে জ্বালিয়ে দিতে পারি ।

কিন্তু ইসলাম আমাদেরকে আদর্শ শিখায়নি অত্যন্ত নিকৃষ্ট আমেরিকার বৈদেশিক নীতি কথিত গণতন্ত্রের বুলি আওড়ায় পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষায় সে সচেষ্ট। বাংলাদেশ ইতিমধ্যে মানবাধিকার কমিশন একটা প্রতিষ্ঠিত করেছে। 

কিন্তু সে তো তার দেশকেই সামলাতে পারছে না। যেখানে লক্ষ লক্ষ মুসলমান বসবাস করছে সেই আমেরিকাতে কোরআনুল কারীমে প্রকাশ্যে অগ্নিসংযোগের ঘটনা যুক্তরাষ্ট্র মার্কিন সরকার যে আটকাতে পারে নাই।

এটাই প্রমাণ করে মানবতার পক্ষে গণতন্ত্রের পক্ষে অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার রক্ষার ক্ষেত্রে যে বুলিগুলো আমেরিকা আওড়ায় এসব নিছক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

এ কোরআন আল্লাহ তার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে দেড় হাজার বছর আগে এই কোরআন কারীম অবতীর্ণ করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্যে।

আল্লাহ বলেছেন পৃথিবীর যেকন সময়ের যেকন ধর্মের যেকন গোত্রের যেকন মানুষের হেদায়েতের জন্য আল্লাহতালা দেড় হাজার বছর আগে কোরআন কারীমকে নাযিল করেছেন সে কোরআনকে মুসলমান জীবনের চেয়ে বেশি ভালোবাসে কোরআন কারীমে অগ্নি সংযোগ করেনি সেই গুনার উগ্র উগ্রবাদী খ্রিস্টান ভ্যালেন্টিনা গোমে মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়েছে।