নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫

৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গড়তে 

নোয়াগাঁওয়ে মহিলা দলের সম্প্রীতি সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৫, ২৪ অক্টোবর ২০২৫

নোয়াগাঁওয়ে মহিলা দলের সম্প্রীতি সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে “সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪অক্টোবর) সকালে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাও গ্রামে এক মাঠে আয়োজিত এই সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার অন্যতম লক্ষ্য হলো নারীদের নিরাপত্তা, সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অগ্রযাত্রায় নারীরা শুধু সহযাত্রী নয়, পরিবর্তনের মূল চালিকা শক্তি।

বিএনপি সবসময়ই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। শহর থেকে গ্রাম সব জায়গায় নারী সমাজ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। মহিলা দলের নেত্রীবৃন্দ আজ যেভাবে ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি আরও বলেন,তারেক রহমানের প্রণীত এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নারী শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক অঙ্গনে সমান সুযোগ পাবে। আর সেটিই হবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ভিত্তি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন, সোনারগাঁ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, রুকুনুজ্জামান ও তোফাজ্জল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ হালিম, যুগ্ম সম্পাদক বাবুল, ৪নং ওয়ার্ডের সভাপতি আনিছ, ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি গনি মিয়া, সহ-সভাপতি আমজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ, সংরক্ষিত নারী ইউপি সদস্য সাহিদা আক্তার, মিনারা বেগম, নাসিমা বেগম, জায়েদা বেগম এবং সোনারগাঁ উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীরা।