নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৭, ২৪ অক্টোবর ২০২৫

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রাল ও হোসেন শিকদার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে।

 শুক্রবার (২৪ অক্টোবর) কাশীপুর হাটখোলা বড় সিকদার বাড়ী মোছলেহ্ উদ্দিন সিকদারের বাড়ীতে সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচী পালন করা হয়।

এসময় দ্বিতীয় ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় লায়ন এমরান ফারুক মইন রানাকে সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করেন হোসেন শিকদার ফাউন্ডেশন। 

দিনব্যাপী সেবামূলক কর্মসূচীতে ছয়শ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কর্মসূচীতে ২০০ রোগীর ছিল দৃষ্টি শক্তি পরীক্ষা হয় ও ১০০ রোগীর ছানী রোগ বাছাই করা হয়, ১৫০ রোগীর ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়, ১৫০ রোগীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, ৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়, ২০০ বৃক্ষ চাড়া বিতরণ করা হয়, ১০ টি ঔষুধী,ফলজ বৃক্ষ চারা রোপন করা হয়, ২০০ শিক্ষার্থীকে সামগ্রী বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে সেবামূলক কর্যক্রমে মিঠু, মিতালী, রাজ্য, তানজিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ এর দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মইন রানা,  এসময় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন সায়েদুল ইসলাম শাকিল, ক্লাব ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন, ক্লাব জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসান সহ লায়ন ও লিও অন্যান্য ক্লাব কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় চিকিৎসা সেবায় চোখের ছানী পরীক্ষা করে বিনামূল্যে চোকের ছানী অপারেশন করার জন্য রোগী বাছায় করা হয়। 
 

সম্পর্কিত বিষয়: