নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৯ অক্টোবর ২০২৫

আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে 

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণা সভায় ২নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৯, ১০ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণা সভায় ২নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন নাসিক ২নং ওয়ার্ড বিএনপি।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে নাসিক ৩নং ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

এ দিন বিকালে নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের নেতৃত্বে মিছিল নিয়ে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্সি, বিএনপি নেতা মোবারক হোসেন, তানজিল ও রুবেলসহ প্রমূখ।