নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২০ অক্টোবর ২০২৫

বন্দরে সাঁজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৪, ১৯ অক্টোবর ২০২৫

বন্দরে সাঁজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে  বিভিন্ন মামলার ২ সাঁজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মৃত শাহাদুল্লাহ মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত মাদক মামলার ৬ মাসের সাঁজা ও ৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী দ্বীন ইসলাম ওরফে ভূট্টু (৪৬) ও বন্দর থানার কোটপাড়া মসজিদ সংলগ্ন এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে সিদ্ধিরগঞ্জ থানার ৪৯(১)২২ নং মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মোক্তার হোসেন (৩৬)।

ধৃতদের মধ্যে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামী দ্বীন ইসলাম ওরফে ভূট্টুকে রোববার (১৯ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও অপরধৃত সাঁজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেন  থানা হাজতে আটক আছে।

এর আগে গত শনিবার (১৮ জুলাই) রাতে বন্দর থানার ঘারমোড়া এলাকা থেকে দ্বীন ইসলামকে ও রোববার (১৯ অক্টোবর)  দুপুর ১টায় বন্দর থানার কোটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপর সাঁজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে  গ্রেপ্তার করতে সক্ষম হয় ।

থানার তথ্য সূত্রে আরো জানা গেছে,  বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামী দ্বীন ইসলাম ওরফে ভূট্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও রোববার দুপুরে বন্দর ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক মোঃ বিরাজসহ সঙ্গীয় ফোর্স বন্দর কোটপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপর সাঁজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

সম্পর্কিত বিষয়: