
বন্দরে কলাবাগ এলাকায় ডিগবল ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ৪টায় কলাবাগ এলাকার রাজা মিয়ার বালুর মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা রাজু আহমেদ।
কলাবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জসিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাগ এলাকার সমাজ সেবক রতন মিয়া,মোঃ জুয়েল হোসেন,আলমগীর মিয়া,হাজী সোহেল মিয়া,মোঃ আল আমিন,মোঃ চিসতী,মোঃ মোকলেছ,নুরবাগ যুবসংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ হোসেন প্রমূখ। উল্লেখ্য,বন্দর ক্রীড়া চক্রের বিপরীতে মিনারবাড়ি ক্রীড়া চক্রের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় ট্রাইবেকারের মাধ্য ১-০ গোলে চ্যাস্পিয়ন শিরোপা অর্জণ করেন মিনারবাড়ি ক্রীড়া চক্র।