নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

গোপিনাথ দাসের মৃত্যুবার্ষিকীতে পূজা পরিষদের প্রার্থনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৮, ১১ নভেম্বর ২০২৩

গোপিনাথ দাসের মৃত্যুবার্ষিকীতে পূজা পরিষদের প্রার্থনা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার গোপীনাথ দাসের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিশেষ প্রার্থনা, শোক র‍্যালী, পুষ্প অর্পণ ও প্রসাদ বিতরণ করা হয়েছে।


 

শনিবার (১১নভেম্বর ) সকাল নয়টায় চাষাড়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে কমান্ডার গোপীনাথ দাসের বিদেহী শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় । প্রার্থনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

 

প্রার্থনা পূর্বে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক প্রয়াত সভাপতি কমান্ডার গোপিনাথ দাসের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।

 

পরে সকাল নয়টার দিকে জেলা ও মহানগর পূজা উদযাপন নেতাকর্মীরা কমান্ডার গোপীনাথ দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক র‍্যালী বের করেন। শোক র‍্যালী শেষে মাসদাইর পৌর শ্মশানে গিয়ে প্রয়াত কমান্ডার গোপীনাথ দাসের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণ করা হয়।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা,সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, সহ- সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, কোষাধ্যক্ষ শা‌ন্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, সদস্য লক্ষণ বিশ্বাস, বিপ্লব সাহা, বিজয় দাস, রাজিব রায় রাজু, বিধু হালদার, ভক্ত দাস, ভোলানাথ সাহা বিজয়,মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি হিমাদ্রী সাহা হিমু, দুলাল দাপ, বিমল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, কোষাধ্যক্ষ তপন ধর, সদস্য রাজিব দাস ভৌমিক, প্রচার সম্পাদক রিপন ঘোষ, গৌতম সাহা, মা‌নিক রাম, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস, মুছাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ দাস, সাধারণ সম্পাদক বিক্রম দাস, কলাগাছিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুনিল দাস, সদস্য সচিব শুভ রঞ্জন আইচ, মহানগর যুব পরিষদের আহ্বায়ক শ্রী সঞ্জিত কুমার, সদস্য সুদীপ দাস সুদীপ্ত, আকাশ সাহাসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

এছাড়াও কমান্ডা গোপিনাথ দাসের পরিবারের পক্ষ থেকে অনাথ শিশুদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।