নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১২ জুলাই ২০২৫

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ২ দালালকে কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১০, ৩ মে ২০২৫

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ২ দালালকে কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সরকারি ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মোঃ মঞ্জু (৫৫) এবং গলাচিপা কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২)।

শনিবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন বলেন, সরকারি আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারক চক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই আদেশ অমান্য করে দুই ব্যক্তি সেখানে সক্রিয় ছিলেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুইজনকে তাৎক্ষণিক আটক করা হয়। 

সেই সাথে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ প্রতারক চক্র এবং দালালদের বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।