নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্ডপে প্রদীপ জ্বালিয়ে দীপাবলী উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৪, ১২ নভেম্বর ২০২৩

নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্ডপে প্রদীপ জ্বালিয়ে দীপাবলী উদযাপন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ (লক্ষ্মী মন্দির) এ ধর্মীয় রীতি অনুসারে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও শুভ দীপাবলির প্রদীপ প্রজ্বলন উদযাপিত হয়েছে। 

 

রবিবার ( ১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ( লক্ষ্মী মন্দির ) এ  সহস্রাধিক প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

প্রদীপ প্রজ্বলনের শুভ উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন। 

 

দীপাবলি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, ধর্ম, বর্ণ, গোত্র- নির্বিশেষে আমরা সবাই এক হওয়ার প্রত্যয় উদয় হোক সবার মাঝে। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা আমাদের নারায়ণগঞ্জ। এ অনুষ্ঠান সেটাই প্রমাণ করে। 

 

তারা আরও বলেন, দীপাবলির আলোয় দূর হবে সকল অশুভ শক্তির, ঘটে শুভ শক্তির আবির্ভাব।দীপাবলির এই আলোয় আমাদের নারায়ণগঞ্জ, সমাজের সকল অমানিশা দূর হোক- এটাই আমাদের প্রত্যাশা।

 

নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ( লক্ষ্মী মন্দির ) কমিটির সভাপতি পরিতোষ কান্তি সাহা ও  সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহার সার্বিক তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সাবেক প্যানেল মেয়র-১ নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি হিমাদ্রী সাহা হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ( লক্ষ্মী মন্দির ) কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায়। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বিপুল কান্তি সাহা, আশিস সাহা, স্বাক্ষর সাহা, সাগর সাহা, ইমন সাহা, লোকনাথ সাহা, সুজয় সাহা, সোহাগ সাহা, গৌরব সাহা, অমিত সাহা, গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য: রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা মা কালির। বেশির ভাগ দেব-দেবীর পূজা দিনে হলেও কার্তিকী অমাবস্যায় রাতে হয় শ্যামাপূজা। শ্যামাপূজার সন্ধ্যায় মন্দির ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হয়।

সম্পর্কিত বিষয়: