নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪১, ২৪ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

"হ্যাঁয়, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি" এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৪ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা.  আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.  একেএম মেহেদী হাসান ও প্রোগ্রাম অর্গানাইজার মো. শহীদুল্লাহ্ মিয়া।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ'র সঞ্চালনায় সভায় যক্ষা নির্মূল বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. এফএম নাসিরুল হক। 

অনুষ্ঠানে ব্র্যাক, আইসিডিডিআরবি, এমএমসি, বিকেএমইএ ও বিজেএমইএর প্রতিনিধিসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: