নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

করোনাভাইরাসে

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ১৮১ জন আক্রান্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৫, ২৬ জুলাই ২০২১

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ১৮১ জন আক্রান্ত

মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে  গত ২৪ ঘন্টায়  নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৩০ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৮১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮ হাজার ৪৩৬ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ২৫০ জনেই আছে।


এছাড়া এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৫ হাজার ২০২ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৯৭ জনের।


সোমবার (২৬জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১২৫ জন ও আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭০০ জন, সদরে মারা গেছেন ৪৭ জন ও আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩৫ জন, বন্দরে মারা গেছেন ১৩ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৭  জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৩জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৪৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৫ জন।


উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। 


এদিকে চলতি বছরের ২৩ জুলাই ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জসহ সারাদেশে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। এই বিধি নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

সম্পর্কিত বিষয়: