নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

করোনাভাইরাসে

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ৪৫ জন আক্রান্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৫, ৭ জুলাই ২০২২

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ৪৫ জন আক্রান্ত

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামন আবারো বাড়ছে।গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ২৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ৯৭৫ জন। তবে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫৬ জন। এছাড়া নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩৩৩ জনেই আছে।

 

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬১১ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৯১ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮৭ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৮৮ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬০ জন।

সম্পর্কিত বিষয়: