
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমের প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা প্রতীক) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শফিকুল ইসলাম দেলোয়ার।
তিনি বর্তমানে কৃষক শ্রমিকজনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহম করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। চলবে ২৬ নভেম্বর রবিবার পর্যন্ত।