
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক রাশেদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) মাহমুদুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। সাংবাদিক রাশেদুল ইসলাম স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন।
প্রসঙ্গত: সাংবাদিক রাশেদুল ইসলাম এরআগে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র কিনেছিলেন। পরে অবশ্য জমা দিতে পারেননি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।