
নারায়ণগঞ্জে আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলার আসামী লূৎফরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (৪ মার্চ) বিকালে স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কাউছার আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এ বিষয়ে বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, এ আসামী আগেই আদালতের নির্দেশকে অবমাননা করেছে। হাইকোর্ট তাকে ৪ সপ্তাহের মধ্যে হাজির হতে বলেছিলেন। কিন্তু তিনি হাজির না হয়ে পলাতক ছিলেন। আজ এ মামলায় আসামীর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। আশাকরি, এ রিমান্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এর আগে, শুক্রবার (৩রা মার্চ) দুপুর আনুমানিক আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর থেকে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুরের মুল্লুক চাঁন সরদারের ছেলে লূৎফর রহমান (৫৩)। আসামী দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৫ নম্বর আসামী।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন রাতে গোগনগর ইউপির সাবেক সদস্য দৌলত হোসেন মেম্বার ওষুধ কিনতে সিএনজি যোগে চরসৈয়দপুর এলাকায় যাবার পথে পূর্ব শত্রুতার জেরে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্বজনরা দৌলত মেম্বারকে উদ্ধার করে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসাপাতালে প্রেরণ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দৌলত মেম্বারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দৌলত মেম্বারের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ৩০, তারিখ ২৭/০৬/২২।