নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৪

রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে স্থাণীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। 

সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, মোহনা টিভির সাংবাদিক এস.এ সোহেল, এশিয়ান টিভির সাংবাদিক রাশেদুল ইসলাম, মাসুদ করিম, মনির দেওয়ান, রুহুল আমিন, আল আমিন, সুলতান মহিউদ্দিন, রাজু আহমেদ, মোয়াশেল ভুঁইয়া, মনির হোসেন, মোজাম্মেল হক প্রমুখ। 

সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা, যৌতুক, বাল্যবিয়ে, যানজট নিরসন ও মানবপাচারসহ সামাজিক ব্যাধি নিরসনে প্রশাসন ও সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।