বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম এক যৌথ শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক অগ্রগতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে মরহুমার জন্য দোয়া কামনা করেন।
শোকবার্তায় ফতুল্লা প্রেস ক্লাবের সকল সদস্য এই শোকের সময় মরহুমার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


































