
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মাতা ফতুল্লা চৌধুরী বাড়ি নিবাসী মরহুম আব্দুল বাসেদ চৌধুরীর সহধর্মিণী ফতুল্লা প্রাইমারী স্কুলের প্রাক্তন শিক্ষিকা রেহানা বেগম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফতুল্লার ৪নং ওয়ার্ড যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক সজল আহমেদ রিদয়।
শোকবার্তায় তিনি বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
উল্লেখ্য ২৫ জুলাই বিকাল ৫টায় রাজধানীর বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২৬ জুলাই) জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।