
বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আতাউর রহমানের বড় বোন নিলুফা আক্তার (৫৮) আর নেই। ইন্নাল্লিাহী ......... রাজিউন। রোববার (১৮ ডিসেম্বর) রাত ১০টায় বন্দর থানাধীন দেউলী চৌরাপাড়াস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমার নামাজের জানাযা সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় চৌরাপাড়া এসিআই মিল সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরহুমার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।
মরহুমার নামাজের জানাযায় উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বন্দর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ মরহুমার আত্মীয় স্বজনরা। বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানের বড় বোন নিলুফা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।