
ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহার ঘনিষ্ট সহচর মরহুম চাঁনবাদশা মিয়ার সহধর্মিনী ও সাংবাদিক শেখ আরিফের নানী সুফিয়া বেগম(৯০) আর নেই। ইন্নালিল্লাহে----------------রাজিউন। বুধবার ১০ মে পোণে ১টার দিকে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে,২মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমার নামাজের ১ম জানাজা বাদ মাগরিব বন্দর শাহীমসজিদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ১ম জানাজা শেষে জিওধরা ঈদগা ময়দানে ২য় জানাজা শেষে জিওধরা কবরস্থানে সমাহিত করা হয়।
এ সময় নামাজের জানাজায় অংশ নেন নাসিক ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির,শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাসনাত রহমান বিন্দু,বন্দর থানা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক মাঈনু,২১নং ওয়ার্ড আ’লীগ নেতা সালাউদ্দিন,২২নং ওয়ার্ড আ’লীগ নেতা জাকির হোসেন,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার,আ’লীগ নেতা সামসুল হাসান,যুবলীগ নেতা মাহামুদুল হাসান স্বপন,যুবলীগ নেতা জসিম খন্দকার,ছাত্রলীগ নেতা মাঈনু,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ নাজমুল হাসান,জিওধরা পঞ্চায়েত কমিটির সভাপতি শহিদ হোসেন,নয়ানগর এলাকার সমাজ সেবক লাভলু প্রধান, ১৯নং ওয়ার্ড আ’লীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ।
এছাড়াও সুফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করেছেন বন্দর উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ। তার মরহুমার আত্নার মাগফেরাত কামনাসহ শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেছেন।