নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ মে ২০২৫

বন্দরে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার পলাতক ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১২, ২০ সেপ্টেম্বর ২০২৩

বন্দরে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার পলাতক ২

বন্দরে ৭৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে পালিয়ে গেছে আরো দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে সাব্বির (২৮) ও মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (২২)। পলাতক আসামীরা হলো ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার কাইউম মিয়ার ছেলে রিয়েল (৩০) ও একই এলাকার মৃত নাসির মিয়ার জামাতা বিল্লাল হোসেন (৩২)।

গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বন্দর রুপালী আবাসিক জনৈক ইউসুফ সরকারের বাড়ী নীচতলা ভাড়াটিয়া রুমে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৯)২৩।  

 

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা ও পলাতক মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত বাড়িতে অভিযান চালিয়ে ৭৮ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।  
    
 

সম্পর্কিত বিষয়: