বন্দরে যৌতুক লোভী শ্বাশুড়ীর দাবিকৃত ১ লাখ টাকা যৌতুক দিতে না পারার জের ধরে ২ সন্তান ও স্ত্রী মায়া ত্যাগ করে ২য় বিয়ে করার অভিযোগ উঠেছে পাষান্ড যৌতুক লোভী স্বামী সোহাগের বিরুদ্ধে।
এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ স্থানীয় ভাবে বিচার না পেয়ে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে যৌতুক লোভী স্বামী সোহাগ ও শ্বাশুড়ী খুকুমণি ও স্বামী সোহাগের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ বছর পূর্বে বন্দর থানার কুশিয়ারা এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে সোহাগের সাথে একই থানার বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার বিল্লাল হোসেনের মেয়ে রিনা বেগমের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে ৬ বছরের আব্দুল্লাহ নামে একটি পুত্র সন্তান ও ৩ বছরের জান্নাত নামে একটি কনঢা সন্তান রয়েছে। বিয়ের পর সন্তান জন্মগ্রহণেন পর থেকে শ্বাশুড়ী নির্দেশে তার ছেলে সোহাগ উল্লেখিত গৃহবধূর সাথে ছোট ছোট বিষয় নিয়ে অহেতুক ঝগরা করে নিরিহ গৃহবধূ রিনা বেগমকে শারীরিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল।
শ্বাশুড়ী খুকুমনির মদদে যৌতুক লোভী স্বামী সোহাগ তার স্ত্রী ও সন্তানদের দীর্ঘ দিন ধরে ভরনপোশন থেকে বঞ্চিত করে রাখে। গৃহবধূ রিনা বেগম ভরনপোষণ চাইলে যৌতুক লোভী শ্বাশুড়ী চাহিদা মোতাবেক যৌতুক লোভী স্বামী সোহাগ গৃহবধূ নিকট ১লাখ টাকা যৌতুক দাবি করে।
দাবিকৃত যৌতুক না পেয়ে এক পর্যায়ে যৌতুক লোভী শ্বাশুড়ী খুকুমনি নির্দেশে পাষান্ড যৌতুক লোভী স্বামী সোহাগ ঢাকা গাজীপুর এলাকায় শিমু নামে এক মেয়েকে ২য় বিয়ে করে।
ধারাবাহিকতায় গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ভূক্তভোগী গৃহবধূ তার স্বামী সোহাগের নিকট থেকে ভরনপোষণ দাবি করলে ওই সময় শ্বাশুড়ি হুকুমে সন্ত্রাসী স্বামী সোহাগ ক্ষিপ্ত হযে ২ সন্তানের জননীকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে সে সাথে স্বামী বলে দাবি করলে খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।


































