নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

কারাগারে বসেও প্রতারক প্রদীপের মাস্তানী, বাদীর উপর হামলা (ভিডিও)

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৭:০৪, ১৮ জুন ২০২১

কারাগারে বসেও প্রতারক প্রদীপের মাস্তানী, বাদীর উপর হামলা (ভিডিও)

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া বহুমুখি প্রতারক চক্রের মূলহোতা শ্রী প্রদীপ চন্দ্র বর্মণের ক্যাডার বাহিনীর হামলায় রক্তাক্ত জখম হয়েছে মামলার বাদী আবুল কালাম। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনের বাইরে নারায়ণগঞ্জ-ঢাকা লিঙ্ক রোডের পশ্চিম পাশে।

 

এসময় তিনি আদালতে যাচ্ছিলেন। কারণ কারাবন্দি প্রতারক প্রদীপ চন্দ্র বর্মণের জামিন শুনানীর দিন ধার্য্য ছিল। তিনি যাতে আদালতে হাজির হতে না পারেন এই জন্য হামলাটি চালানো হয়েছে বলে আহত আবুল কালাম গণমাধ্যমকে জানান।

 

তিনি আরও জানান, হামলার সময় তারা উচ্চস্বরে বলতে ছিল আজকের মধ্যে প্রদীপের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিবি, না হলে জানে মেরে ফেলবো। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তার আইনজীবীর মাধ্যমে আদালতে নিয়ে যান। পরে সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবুল কালাম। তিনি আরও বলেন, আদালত ঘটনা জানতে পেরে প্রদীপের জামিন না মঞ্জুর করেন।

 

অভিযোগে আবুল কালাম উল্লেখ করেন, তিনি মুন্সিগঞ্জের মিরের সরাই এলাকবার বাসিন্দা। বাবার নাম মৃত খবির উদ্দিন। শ্রী প্রদীপ চন্দ্র বর্মণের দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি ও তার লোকজন প্রতারিত হয়েছেন।

 

এ ঘটনায় তিনি র‌্যাবের কাছে অভিযোগ করেন। পরে ১ জুন সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ডালিমের বাড়ি থেকে র‌্যাব-১১ এর সদস্যরা বহুমুখি প্রতারণার মূলহোতা শ্রী প্রদীপ চন্দ্র বর্মণ ও তার এক সহযোগি আনিছুর রহমান (৪৫) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরর পর থেকে আনিছুর রহমানের ছেলে আরমান নানাভাবে আবুল কালামকে হুমকি ধামকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সোয়া ১০ টায় নারায়ণগঞ্জ আদালতে হাজির হওয়ার জন্য যাওয়ার পথে নারায়ণগঞ্জ কোর্ট এর পশ্চিম দিকে নারায়ণগঞ্জ-ঢাকা লিঙ্ক রোডের পশ্চিম পাশে রাস্তায় কিনারে আরমান আমাকে বলে ‘তুই আমার পিতা ও প্রদীপের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নে, অন্যথায় তোকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবো।’

 

এই কথা বলেই তাহার হাতে থাকা দেশীয় ধারালো চাপাতি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দিলে মাথার ডান পার্শ্বে কেটে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে পুনরায় আবার কোপ দেয়ার চেষ্টা করলে তা লক্ষভ্রষ্ট হয়ে আমার বুকের ডানপাশে লাগে এবং রক্তাক্ত জখম হয়।

 

এসময় অজ্ঞাতনামা কয়েকজন আমাকে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। আমি আহত অবস্থায় লুটিয়ে পড়লে বিবাদীরা আমার প্যান্টের ডান পকেটে থাকা  ১৯ হাজার ৪০০ টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।


এ বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য থানার এস আই শামীমকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

আরও পড়ুন :প্রদীপ চন্দ্র গ্রেপ্তার হলেও অধরা সেই রেহানা


 

সম্পর্কিত বিষয়: