নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

পলাশের পোস্টারের উপর বিএনপি`র পোস্টারিং, উত্তপ্ত কুতুবপুর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:১৮, ৩১ মে ২০২২

পলাশের পোস্টারের উপর বিএনপি`র পোস্টারিং, উত্তপ্ত কুতুবপুর

ফতুল্লার কুতুবপুরে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের পোস্টারের উপর বিএনপি নেতাদের পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে।

 

সোমবার (৩০ মে) ঘটনাটি প্রকাশ্যে আসার পরে আবারও উত্তপ্ত হয়ে পড়েছে স্থানীয় রাজনীতি৷ পলাশ সমর্থকেরা রাতেই লাঠিসোঁটা হাতে দফায় দফায় মিছিল-সমাবেশ করেছেন ইতোমধ্যে৷ তারা বিএনপি ও জামায়াত- শিবিরকে দায়ী করে প্রশাসনকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন৷ 

 

জানা যায়, কাউসার আহমেদ পলাশকে নৌকা প্রতীকে এমপি প্রার্থী চেয়ে সম্প্রতি পাগলাসহ ফতুল্লাজুড়ে ব্যাপক পোস্টারিং করেন তার অনুগত নেতাকর্মীরা৷ গত কয়েকদিন ধরেই দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছিলো সেই পোস্টার৷

 

সেই পোস্টারের উপর বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতাদের করা বেশকিছু পোস্টারের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া জেলা বিএনপি'র সদস্য সচিব মামুন মাহমুদের উপরে হামলার বিচার চেয়ে করা পোস্টারও দেখা যায় পলাশের পোস্টারের উপরে।

 

একাধিক স্থানে এমন দৃশ্যে ইতোমধ্যে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷ সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে ব্যাপক তোলপাড়৷ দলীয় নেতাকর্মীরা বলছেন, 'রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ অধিষ্ঠিত থাকার পরেও এমন দৃশ্য লজ্জাজনক।

 

যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রমিক নেতা পলাশের৷ ছবি সম্বলিত পোস্টার তারা দেখলো, সেখানে তার উপরে কোন দুঃসাহসে এমন কাজ তারা করতে পারে! এই ঘটনাকে পরিকল্পিত হিসেবেও দেখছেন তারা৷ 

 

ইতোমধ্যে সন্ধ্যার পরে কুতুবপুরের নন্দলালপুরে ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল হয়েছে৷ মিছিল থেকে 'বিএনপির দালালেরা, হুশিয়ার সাবধান, একটা একটা বিএনপি ধর, ধইরা ধইরা জবাই কর, জামায়াত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়' এমন সব স্লোগান দেওয়া হয়।

 

এসময় এক বক্তব্যে স্থানীয় শ্রমিক লীগ নেতা রিপন বলেন, 'বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়৷ তারা ষড়যন্ত্রে বিশ্বাসী।

 

পরিকল্পিতভাবে তারা যে ঘটনা ঘটিয়েছে আমরা অবিলম্বে তার বিচার চাই, অন্যথায় দ্রুত কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা পলাশ ভাইয়ের নেতৃত্বে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে৷'