নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৭ মে ২০২৪

সোনারগাঁও সনমান্দি ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:২৮, ১৬ আগস্ট ২০২২

সোনারগাঁও সনমান্দি ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন 

সোনারগাঁও উপজেলা সনমান্দি ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

 

দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল আটটায় ইউনিয়নের বঙ্গবন্ধু লাইব্রেরীতে চত্ত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।

 

এরপর উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ'র নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  সহ ইউপি সদস্যরা।

 

এর পরেই সকলেই নিয়ে গাড়িবহর করে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২০ স্পটে  যান। প্রায় ২০০ ডেকে মতো  তোবারক বিতরণ করেন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।

 

আলোচনা সভা,  দোয়া,  মিলাদ মাহফিল ও গণভোজ ভোজন আয়োজন  করা  হয়েছে ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও শেখ রাসেল এর বই বিতরণ করা হয়ছে।

 

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বক্তব্যে বলেন, আজকের বঙ্গবন্ধুর জন্য  আমরা স্বাধীনতা পেয়েছি, এদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু তখনই দেশের হাল ধরেছিলেন, তখন এদেশের উন্নয়ন দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কিছু অপশক্তি  ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা করেছিল।

 

সেদিন আল্লাহ পাকের অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিল,  আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছিল এই দেশের হাল ধরার জন্য, আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলেই এদেশ প্রতিটি সেক্টর উন্নয়ন উন্নয়ন হচ্ছে। 

 

কিন্তু এই আগস্ট মাস আসলেই স্বাধীনতাবিরোধীরা শক্তিরা ওত পেতে থাকে,  কারণ আগস্ট মাসেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করেছিল, কাজেই আমাদেরকে সকলে সচেতন থাকতে হবে এবং স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

আজ আপনাদের বঙ্গবন্ধু সম্বন্ধে জানতে হবে, বঙ্গবন্ধুর আদর্শের বুকে ধারণ করে চলতে হবে,  বেশি বেশি করে দোয়া করবেন , তাহার আত্মার মাগফিরাত কামনার জন্য সকলে দোয়া করবেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন, গোলজার হোসেন, গোলাম মোস্তফা নাসিম, জয়নাল হোসেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক,কৃষক লীগের সভাপতি জামাল,সাবেক ছাত্র নেতা গোলাম হাফেজ নাসিম,আবদুল কাদির ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবুল হাসেম রতন,সনমান্দী ইউনিয়ন শ্রমিকলীগে আহবায়ক আবু সিদ্দিক,সদস্য সচিব মুকবিল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হাসানুজ্জামান কিরণ, যুগ্ম সম্পাদক নিয়ন সুমন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাসান মোল্লা,খোরশেদ মোল্লা, শাহজাহান, যুবলীগ নেতা কাউসার, দেলোয়ার হোসেন, মতিন মিয়া, আব্দুল গাফফার,  ১ নং ওয়ার্ডের সভাপতি সোহেল সরকার,  মজিবর মাস্টার, ফজলুল হক মেম্বার, সাইফুল মেম্বার, শহীদ বাদশা ভূঁইয়া মেম্বার,ইব্রাহীম মেম্বার,নুরুল ইসলাম টিক্কা মেম্বার,এস এম আলমগীর মেম্বার, জয়নাল মেম্বার ছাত্রলীগ নেতা  সজিব আহমেদ, তরিকুল ইসলাম সাগর সহ প্রমুখ।