নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপর হামলার মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের আদালতে জামিনের শুনানী শেষে এই নির্দেশ দেন আদালত। পরে তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। দুর্নীতি দমন কমিশনের মামলায় গত ১২ই মে থেকে কারাগারে রয়েছেন তিনি।
এদিকে গিয়াস উদ্দিনকে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে তারা তার মুক্তির দাবি জানান ।
গিয়াস উদ্দিনের আইনজীবী ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত বছরের পহেলা নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুলিশের উপর হামলা মামলায় জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরো জানান, আড়াইহাজারের মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক। যে ঘটনা দেখানো হয়েছে সেই সময় গিয়াস উদ্দিন আড়াইহাজারে উপস্থিত ছিলেন না। অথচ তাকে সেই মামলায় ১২ নাম্বার আসামি করা হয়েছে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ অনেকেই।
আরও পড়ুুন:দুদকের মামলায় গিয়াসউদ্দিন কারাগারে