নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৮ নভেম্বর ২০২৪

ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০২, ৮ অক্টোবর ২০২৪

ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ গ্রেপ্তার

ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত উল্লাহ আজমত (৫০) কে গ্রেফতারের পর ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে  র‍্যাব-১১'র সদস্যরা।

গ্রেফতারকৃত আজমত উল্লাহ আজমত ফতুল্লা মডেল থানার কাঠেরপুল এলাকার মৃত কালু ড্রাইভারের পুত্র।

 

এরআগে সোমবার (৭ অক্টোবর) রাতে তাকে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে র‌্যাব

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সোমবার রাতে আজমত উল্লাহ কে গ্রেফতার করে দিবাগত রাত তিনটার দিকে তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে  র‍্যাব-১১'র সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর  গুলি বর্ষন সহ হত্যার ঘটনায়  ফতুল্লা মডেল থানায় আজমতের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি আরো জানান,ফতুল্লা থানায় আগস্ট মাসে ২২ তারিখে দায়ের করা ইব্রাহিম হত্যা মামলার ২২ নাম্বার এজাহারনামীয় আসামী। সেই মামলায় আজ(মঙ্গলবার)  দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে থাকা অপর মামলাগুলোতে পরবর্তীতে শোন এরেস্ট দেখানো হবে।