সোনারগাঁ উপজেলার সনমান্দী খাঁন বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিডব্লিউএবি (Batch 14/16 Welfare Association of Bangladesh)|
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সংগঠনের উদ্যোগে প্রান্তিক এলাকার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতের তীব্রতায় অসহায় শিশুদের কষ্ট লাঘবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল বলেন, প্রান্তিক এলাকার এতিম ও দ্বীনি শিক্ষার্থীরা শীতকালে নানাভাবে কষ্টে থাকে। ইডঅই-এর এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিডব্লিউএবি এর সদস্য সজিব বলেন, আমাদের সামর্থ্য সীমিত হলেও আমরা চেয়েছি কুরআনের পাখিদের পাশে দাঁড়াতে। তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ কর্মসূচির সম্পূর্ণ ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন সংগঠনের সহ-আন্তর্জাতিক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী মো. নূর ইসলাম শামিম (নীল)। তাঁর সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিডব্লিউএবি এর পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।


































