নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫

সম্মিলিত সেচ্ছাসেবী সংস্থা না’গঞ্জের কার্যকরী কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৫

সম্মিলিত সেচ্ছাসেবী সংস্থা না’গঞ্জের কার্যকরী কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা

নারায়ণগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জ কার্যকরী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের চাষাড়া বালুরমাঠ এলাকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তল্য় সিনামুন রেস্টুরেন্ট এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন সভাপতি এডভোকেট আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ডাঃ আবুল বাশার, উপ পরিচালক, সমমান ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, খাঁনপুর, নারায়ণগঞ্জ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সরদার, উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর, নারায়ণগঞ্জ, মোঃ আবু জাফর মিয়া, জেলা সমবায় অফিসার, নারায়ণগঞ্জ, মোঃ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার, নারায়ণগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর আলম মিয়া, সদস্য সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ, মোঃ তোফাজ্জল হোসেন তাপু, সভাপতি ইউনাইটেড ক্লাব, নারায়ণগঞ্জ, প্রবীণ সাংবাদিক আলহাজ¦ দীল মোহাম্মদ দীলু, নারায়ণগঞ্জ, নূরুন্নাহার বেগম সহ আরো ৬০টি বিভিন্ন এনজিও সংস্থার সভাপতি/ সাধারণ সম্পাদক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি এডভোকেট আলহাজ¦ মোঃ আবুল কালাম আজাদ।

এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ১. আলহাজ¦ দীল মোহাম্মদ দীলু, ২. বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, ৩. বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন মোল্লা, ৪. নূরুন্নাহার বেগম, ৪. রোটাঃ নাজীর আহম্মেদ।   
 

সম্পর্কিত বিষয়: