নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫

আলোচিত সাত খুনের মামলার ফাঁসির আসামি নুর হোসেনের ভাই নুর সালাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৩, ১৬ ডিসেম্বর ২০২৫

আলোচিত সাত খুনের মামলার ফাঁসির আসামি নুর হোসেনের ভাই নুর সালাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার ফাঁসির আসামি নুর হোসেনের ভাই নুর সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানি নগর নুরবাগ এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)। মহম্মদ আব্দুল বারিক,পিপিএম।

তিনি জানান, গ্রেপ্তারকৃত নুর সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিষ্ফোরক আইনে আরও ৬টি  মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে নূর সালামকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। 

গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফ বোবা ডাকাত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নাসিক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিল। যার কারণে এলাকার মানুষ তাকে বোবা ডাকাত হিসেবে আখ্যা দেন।

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম ওরফ বোবা ডাকাত।