আড়াইহাজারে যুবদল নেতা আব্দুল বাতেন হত্যার ঘটনায় এজহারভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাকির ভূইয়া(৩২) ও একই এলাকার লস্কর আলী মিয়ার ছেলে কাজল মিয়া।
আড়াইহাজার থানার এসআই হাবিবুর রহমান জানান, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়া সাথে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
গত ১৮ অক্টোবর সকালে উভয়পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তার বাবা আব্দুল বাতেন মিয়া গুরুতর জখম হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মিয়া মারা যান। পরে নিহতের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আড়াইহাজারথানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


































