নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে হাতপাখা প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৭, ২৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে হাতপাখা প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মনোনীত হাতপাখার সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়ন ফরম  সংগ্রহ করেছেন। 

 মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিস থেকে তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  এরমধ্যে নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনে মুফতি হাবিবুল্লাহ হাবিব, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও -সিদ্ধিরগঞ্জ) আসনে গোলাম মসিহ, নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) আসনে মুফতি মাসুম বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সহ সভাপতি মুহাম্মদ নূর হোসেন, মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জেলা এসিসট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সি, মাও. ছানাউল্লাহ নূরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ডিসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সামনে জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেন, বিগত দিনে আমরা দিনের ভোট রাতে হতে দেখেছি। দলীয় প্রভাবে দেশের জনগণ তাদের ভোটাধিকার 

প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিবেন।

সম্পর্কিত বিষয়: