ঢাক-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড থেকে সোনারগাঁও পর্যন্ত অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মহাসড়কের লাঙ্গলবন্ধ ব্রিজে একটি ট্রাক দুর্ঘটনার পর দীর্ঘ সময় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় এই যানজট তৈরি হয়। এতে বিকেল পর্যন্ত ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।
কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লাঙ্গলবন্ধ ব্রিজ এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে আঘাত করে। ট্রাকটিতে প্রায় ২৭ টন মালামাল বোঝাই ছিল। দুর্ঘটনায় সেতুর রেলিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, ট্রাকটিতে অতিরিক্ত মালামাল থাকায় রেকার দিয়ে সরানো সম্ভব হয়নি। ফলে প্রথমে অন্য একটি ট্রাকে মালামাল স্থানান্তরের কাজ শুরু করা হয়। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি বিকেলের আগে সরানো যায়নি। এর ফলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়।
পণ্যবাহী ট্রাকচালক আবুল কালাম জানান, “দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ ছিল বুঝতে পারছি, কিন্তু এত সময় লাগবে ভাবিনি। মালামাল নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে আর্থিক ক্ষতিও হচ্ছে।”
আরেক যাত্রী শিউলি আক্তার বলেন, “আমি চট্টগ্রামে যাচ্ছি। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তিন ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি। ছোট বাচ্চা নিয়ে খুব বিপদে পড়েছি।”
কাঁচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। বিকেল নাগাদ মালামাল সরিয়ে ট্রাকটি সড়ক থেকে অপসারণ করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আব্দুল কাদের জিলানী বলেন, “বর্তমানে সড়ক পুরোপুরি সচল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের একাধিক টিম কাজ করছে।”


































