নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের শোডাউন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের শোডাউন

দীর্ঘ প্রায় ১৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয় দিন’ হিসেবে উদযাপন করতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে “লিডার আসছে” লেখা লাল রঙের ক্যাপ পরে ফেস্টুন - ব্যানারে সুসজ্জিত হয়ে হাজারো নেতাকর্মী এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১২টার দিকে নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে অর্ধশতাধিক বাস ও বিভিন্ন যানবাহনের বিশাল গাড়িবহর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে পৌঁছে মহানগর যুবদলের নেতাকর্মীরা সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নেন।

‎সংবর্ধনাস্থলে মহানগর যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয়, ‘লিডার আসছে’ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

‎এসময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,“দীর্ঘ ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা। তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক ও জনবান্ধব রাষ্ট্রে রূপ নেবে।”

‎মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমদ বলেন,‎“তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকামী মানুষ নতুন করে আশার আলো দেখছে। যুবদল সবসময় দেশনায়কের নির্দেশনা বাস্তবায়নে মাঠে ছিল, আছে এবং থাকবে।”

‎মহানগর যুবদলের নেতারা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

‎সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 
 

সম্পর্কিত বিষয়: