নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নারায়ণগঞ্জে ৫টি আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৪৪ প্রার্থী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৭, ২৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ৫টি আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৪৪ প্রার্থী

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে নারায়ণগঞ্জ সংসদীয় পাঁচটি আসনে ইতিমধ্যেই বিএনপি,জামায়েত,ইসলামি আন্দোলন, হাতপাখা, জমিয়ত ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন প্রার্থী মনোনয়ন পএ ক্রয় করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে এ পর্যন্ত ৪৪ জন প্রার্থীর মনোনয়ন পএ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ -১ (রুপগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু (বিএনপি), দুলাল হোসেন (স্বতন্ত্র), মো: রেহান আফজাল (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পার্টি)।, 

নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) নজরুল ইসলাম আজাদ (বিএনপি), মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ (ইসলামি আন্দোলন বাংলাদেশ), ইলিয়াস মোল্লা (জামায়েত ইসলাম), আবু হানিফ হৃদয় (রিপাবলিক), আতাউর রহমান খান (বিএনপি),মো: হাফিজুল ইসলাম (কমিউনিস্ট পার্টি)।

নারায়ণগঞ্জ -(৩ সোনারগাঁও) আসনে আজহারুল ইসলাম মান্নান (বিএনপি), গোলাম মশীহ (ইসলামি আন্দোলন বাংলাদেশ), ওবায়দুর রহমান মিল্কী (গণঅধিকার), মেহেদী হাসান (স্বতন্ত্র), আতিকুর রহমান নান্নু মুন্সী (খেলাফত আন্দোলন)।

নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা) আসনে শাহআলম, মোহাম্মদ মমিনুল হক (স্বতন্ত্র), কাজি জহিরুল ইসলাম (স্বতন্ত্র), ইলিয়াস আহমেদ (খেলাফত মজলিস), মোহাম্মদ আলী ( বিএনপি), সেলিম মাহমুদ (বাসদ), সেলিম রেজা শাওন (স্বতন্ত্র), আবু হানিফ হৃদয় (বাংলাদেশ রিপাবলিক পার্টি),আনোয়ার হোসেন (খেলাফত মজলিস), সুরাইয়া তাবাসুম (সমাজ তান্ত্রিক দল), ইসমাইল হোসেন কাউসার (ইসলামি আন্দোলন বাংলাদেশ),মো: সুরুজ্জামান (বিএনপি), কবির হোসেন (স্বতন্ত্র), শেখ মোহাম্মদ মশিউর বিএনপি), আব্দুল্লাহ আল আমিন (এনসিপি) ইকবাল (কমিউনিস্ট পার্টি) মনির হোসাইন ( জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ) মোহাম্মদ গিয়াসউদ্দিন (স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ -৫ (সদর-বন্দর) এবিএম সিরাজুল ইসলাম (খেলাফত মজলিস), মাসুম বিল্লাহ (ইসলামি আন্দোলন বাংলাদেশ), এইচ এম আমজাদ হোসেন মোল্লা (মুক্তি জোট), মাকসুদ হোসেন (স্বতন্ত্র), নারগিস আক্তার (স্বতন্ত্র), আবু নাঈম খান বিপ্লব (বাসদ),মাহমুদ হোসেন (ওয়াকার্স পার্টি), মাসুম বিল্লাহ (ইসলামি আন্দোলন বাংলাদেশ) আবুল কালাম (বিএনপি), সৈয়দ বাহদুর শাহ (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), আলআমিন রাকিব (খেলাফত মজলিস), মন্টু চন্দ্র ঘোষ (কমিউনিস্ট পার্টি), আহমেদুর রহমান তনু (এনসিপি)।

জানাগেছে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তা ছাড়াও পাঁচটি আসনের জন্য আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে কমিশন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও প্রার্থী বা প্রার্থীর পক্ষের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

জেলায় মোট ভোটকেন্দ্র ৭৯৭টি  এরমধ্যে ঝুঁকিপূর্ণ ১৬৩ টি। নারায়ণগঞ্জ-১ আসনে মোট কেন্দ্র ১২৯টি  ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩২টি, নারায়ণগঞ্জ-২ আসনে মোট কেন্দ্র ১১৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৪ টি,  নারায়ণগঞ্জ-৩ আসনে মোট কেন্দ্র ২১০ টি  ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৯ টি, নারায়ণগঞ্জ-৪ আসনে  মোট কেন্দ্র  ১৭৭ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৭ টি  ও নারায়ণগঞ্জ-৫ আসনে মোট কেন্দ্র ১৬৩ টি ঝুঁকিপূর্ণ  ২১টি কেন্দ্র ।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এছাড়া, পাঁচটি আসনে আরও আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। নির্বাচন কর্মকর্তারা বলেন, আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তার মধ্যে পাঁচজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন অতিরিক্ত জেলা প্রশাসক, একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন।

তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একইদিন জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটও চলবে।নারায়ণগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তাদের মধ্যে রূপগঞ্জ ও আড়াইহাজার ইউএনও- সাইফুল ইসলাম ও আসাদুর রহমান যথাক্রমে নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-২ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য দু’জন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইউএনও আসিফ আল জিনাত সোনারগাঁ উপজেলা এলাকাতে দায়িত্বপ্রাপ্ত এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড এলাকায় দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাতটি ইউনিয়ন পরিষদ- ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, গোগনগর, আলীরটেক; এলাকার জন্য সদর ইউএনও এসএম ফয়েজউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য তিনজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন।

সিটির ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জান রেনু এবং এ আসনের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ- বন্দর, মুছাপুর, কলাগাছিয়া, ধামগড় ও মদনপুর এলাকার দায়িত্ব পেয়েছেন বন্দর ইউএনও মোস্তাফিজুর রহমান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে সোমবার মনোনয়নপত্র বিলি শুরু করেছে নির্বাচন কমিশন। সম্ভাব্য প্রার্থী কিংবা তার প্রতিনিধি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিসগুলো থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। তারপর চলবে যাচাই-বাছাই। এ কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। এরপর ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।

১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি হওয়ার পর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রতীক বরাদ্দে হলে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
 

সম্পর্কিত বিষয়: