নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচন এবং গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণে 

সিদ্ধিরগঞ্জে উঠান বৈঠক ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৫, ২৫ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে উঠান বৈঠক ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে উঠান বৈঠক ও বড় পর্দায় প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ৬নং ওয়ার্ডের আইলপাড়ায় নূরে মদিনা মাদরাসার মাঠে এই প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)।

বক্তব্য রাখছেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাসিনুর রহমান,

এনজিবির কেন্দ্রীয় আহবায়ক মেহরাব হোসেন প্রভাতের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ তাসিনুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।

উপস্থিত ছিলেন, আদমজী জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেন, দৈনিক জনদর্পনের স্টাফ রিপোর্টার আহসানুল হাবিব সোহাগ সহ এনজিবির সদস্যবৃন্দ। 

বক্তব্য রাখছেন জেলা তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনসাধারণকে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

বক্তারা উপস্থিত জনসাধারণকে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান এবং নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষিত, যোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ প্রার্থী নির্বাচনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেন।

বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।

এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জনসাধারণের মাঝে নির্বাচনী আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়বে বলে উপস্থিত লোকজন আশাবাদ ব্যক্ত করেছেন।