নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৮ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় চেম্বারের নিন্দা, দোষীদের গ্রেপ্তার দাবি

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২৩:২১, ৩০ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় চেম্বারের নিন্দা, দোষীদের গ্রেপ্তার দাবি

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে র্দুবৃত্তদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) মাসুদুজ্জামান মাসুদ। একই সঙ্গে হামলাকারী এবং এর পেছনের মদদ দাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতার আনার দাবি জানান তিনি।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যান তিনি।  

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ আহত সাংবাদিকদের খোঁজ নেন বিশিষ্ট এই ব্যবসায়ী। এসময় তিনি বলেন, প্রেসক্লাব নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা ব্যবসায়ী সমাজ সর্বদা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ সারোয়ার সোহেল, জাসাসের কেন্দ্রীয় নেতা আনিসুল ইসলাম সানি।  এছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি প্রমুখ। 

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। 
 

সম্পর্কিত বিষয়: