নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬

দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৭, ৪ জানুয়ারি ২০২৬

দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বোরবার (৪ জানুয়ারি) বিকালে দক্ষিণ সস্তাপুর পঞ্চায়েত এর কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও তার সফল জীবনি নিয়ে আলোচনা করা হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আলতাব হোসেন, মোমিন পাটোয়ারী, ফেরদৌস সরকার, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক নাসিমুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম, গাজী মোহাম্মদ আলী, নিজামউদ্দিন, মিজানুর রহমান, পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ দীন ইসলাম, আবুল কালাম, আহমেদ শাহ শাহীন প্রমূখ।

 

সম্পর্কিত বিষয়: